গত রোজার ঈদে যখন চিটাগাং হান্টে গেলাম, তখন আগে থেকেই মাথায় ছিল সদ্য চালু হওয়া “শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্ক” অবশ্যই দেখতে যাব। আর এই ভাবনা থেকেই প্ল্যানিং লিস্টে আমি আর হাসিব নির্ধারিত করে রেখেছিলাম, কাপ্তাই যেদিন যাব সেদিন বিকেলটা কাটাবো এই অসম্ভব সুন্দর পার্কে। কাপ্তাই যেদিন গেলাম সেদিন সকাল বেলাটা কাটালাম কাপ্তাই লেকের নীলাভ স্বচ্ছ জলে ইঞ্জিনবিহীন ছোট্ট নৌকায় চড়ে। দুপুরে কাপ্তাই নেভি লেক ভিউ পার্ক ঘুরে এসে বিকেল বেলা ঢুকে পড়লাম শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্কে, জনপ্রতি টিকেট নিয়েছিল ২৩ টাকা! হিসেব করে বুঝলাম ২০ টাকার টিকেটে ১৫% হারে ভ্যাট চার্জ করা হয়েছে।
যাই হোক প্রবেশ করে ডানদিকে ঘাড় ঘুরালেই দেখতে পেলাম সদ্য আনা কেবল কারটি নিশ্চুপ দাঁড়িয়ে আছে। প্রবেশের সময়ই জেনে গিয়েছিলাম ক্যাবল কার চালু হয় নাই। প্রায় ২.২ কিলোমিটার লম্বা ক্যাবলে চড়ে এই গাড়ী দিয়ে কাপ্তাইয়ের অপরূপ রূপ দেখার সাধ মিটল না সেই যাত্রায়। ভালো কথা, মোট যাত্রা পথ কিন্তু আপ-ডাউন মিলিয়ে হবে ৪.৪ কিলোমিটার। ২১০ হেক্টর জমির উপর প্রতিষ্ঠিত এই পার্কে আপনি উঁচুনিচু পথ পেড়িয়ে তিনটি স্থানের খাঁচার ভেতর দেখতে পাবেন রঙবেরঙের পাখী। প্রবেশমুখের লেকের স্বচ্ছ জলে ভাসতে দেখবেন নানান দেশী-বিদেশী হাঁস আর পানকৌড়ির দলকে। মধ্যবর্তী খাঁচায় এসে দেখা পাবেন রূপের রানী ময়ূর এর দলের। এখানে আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন পাখীগুলোর দিকে। তিনটি খাঁচায় দেশী-বিদেশী বিভিন্ন প্রজাতির প্রায় সাতশত পাখী রয়েছে এই সংগ্রহশালায়। আসুন দেখি আরও কিছু ছবি, কথা আর বেশী না বলি...