ঘুরে আসুন কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট

#

গল্পের ছবিসকল

  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • এখান হতে টিকেট কেটে ঢুকে পড়ুন
  • এগিয়ে যান এমন পথ ধরে 
  • এগিয়ে যান এমন পথ ধরে 
  • অথবা ঐ ওরকম পথে 
  • এবার শুধু দেখার পালা, কথা হবে চোখের ভাষায় 
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • ক্লান্ত? আসুন একটু বসে নেই 😛
  • আসুন আবার শুরু করি প্রকৃতির রুপ সুধা পান 
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কি হল? আবার টায়ার্ড 😮 আসুন আবার বিশ্রাম নিয়ে নেই 😆 
  • এতো দেখি, তবু কেন চোখের তৃষ্ণা মেটে না.... 😟
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • গেলাম তবে ফিরতি পথে
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
  • কাপ্তাই নেভী লেক ভিউ পিকনিক স্পট
সাধারনত রাঙ্গামাটি বেড়াতে গেলে আমরা ঝুলন্ত ব্রিজ হতে অথবা তবলছড়ি ঘাট হতে বোট ভাড়া করে কাপ্তাই লেক, শুভলং ঝর্না, বিজিবি ক্যাম্প, জুম রেস্তোরা, চা-বাগান এগুলো ঘুরে দেখি। কিন্তু কাপ্তাইয়ের আসল রূপ দেখতে হলে আপনি স্থলপথে সরাসরি চলে যান কাপ্তাই, নেমে পড়ুন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র’র গেটে। পারমিশন থাকলে জলবিদ্যুৎ কেন্দ্র ঘুরে দেখতে পারেন। পারমিশন না থাকলেও ক্ষতি নেই, এখান থেকে পায়ে হাঁটা দূরত্বে নৌকো ঘাটে চলে যান। একশত টাকা ঘণ্টা চুক্তিতে ঘণ্টা দুয়েক ঘুরে বেড়ান কাপ্তাই লেকের নীল জলে, সাথে থাকবে একফালি নীলাকাশ আর চিরহরিৎ বৃক্ষরাজির চোখ ধাঁধানো সবুজ। 
এখান থেকে বেড়ানো শেষে একে একে দেখার মত অনেকগুলো স্পট আছে। কাপ্তাই জাতীয় উদ্যান, আর্মি পিকনিক স্পট, নেভি লেকভিউ পিকনিক স্পট, জুম রেস্তোরা, শেখ রাসেল এভিয়ারি পার্ক ইত্যাদি। সারাদিন ঘুরেও শেষ করতে পারবেন না। আর লাঞ্চ জুম রেস্তোরায় না সেরে ১০০ গজ সামনে “ফ্লোটিং প্যারাডাইস” নামক রেস্তোরায় সারুন, অসাম লেকভিউ দেখতে দেখতে খাবার খাওয়া... অসাধারণ অনুভূতি।
যাই হোক আজ বলব নেভি লেকভিউ পিকনিক স্পটের গল্প। কাপ্তাই জাতীয় উদ্যানে যাওয়ার জন্য জলবিদ্যুৎ কেন্দ্রর গেট হতে সিএনজি নিয়ে যাওয়ার পথে সিএনজি চালক বলল এই স্পটের কথা। বিকেলে গেলাম সেখানে, গিয়েতো চক্ষু চড়কগাছ। মাথা নষ্ট সৌন্দর্য, না দেখলে বুঝতে পারবেন না। ১০ টাকা করে টিকেট কেটে পুরোটা ঘুরে বেড়াতে ঘণ্টা দেড়েক লাগবে না। কিন্তু সমস্যা আছে... সমস্যা হল এই সৌন্দর্য দেড় ঘণ্টায় দেখার না, কমপক্ষে দেড়দিন বসে থাকা উচিত এমন প্রকৃতির অসীম সৌন্দর্যের সম্মুখে। কি বিশ্বাস হচ্ছে নাতো? দেখুন উপরের ফটো স্লাইডারের ছবিগুলো...
এতো দেখি, তবু কেন চোখের তৃষ্ণা মেটে না.... 😟 অনেকতো দেখা হল, এবার ফেরা উচিত। শেষে গাড়ী পাওয়া যাবে না। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম; আপনিতো গাড়ী নিয়ে এসেছেন। আপনারা থাকুন আরও কিছুক্ষণ, গোধূলি লগ্ন পার করে না হয় ফিরবেন। সাথে করে আমার জন্য কিছু ছবি তুলে নিয়ে আসবেন। আমি গরীব মানুষ যে.... আমায় লোকাল বাস ধরতে হবে। শেষ বাস ছাড়লো বলে......... 😜 গেলাম তবে ফিরতি পথে...             

ভ্রমণকালঃ ০৮ আগস্ট, ২০১৪

Translate

বোকা পর্যটকের কথা

মানুষ যেমন হঠাৎ করেই কারো প্রেমে পড়ে, ঠিক তেমনই করে আমিও প্রেমে পড়েছি ভ্রমণের। আজব এক নেশায় নেশাগ্রস্থ, কবে থেকে জানি না। তবে নিজের আর্থ-সামাজিক অবস্থানে লড়াই করে টিকে থাকার পর ভ্রমণে মনঃসংযোগ করতে উদ্যত হই। সেই থেকে যখনই সময়-সুযোগ হয় বেড়িয়ে পড়ি ঘর হতে, ভ্রমণের তরে। মজার ব্যাপার হল, আমি সাইক্লিস্ট নই, সাঁতার কাটতে পারি না, না পারি ট্র্যাকিং, হাইকিং, ক্লাইম্বিং। কোন ধরণের এডভেঞ্চারধর্মী কোন গুণই আমার নেই, শুধু আছে ভ্রমণের শখ আর অদম্য ইচ্ছাটুকু। আর সেই ইচ্ছা থেকেই সময় সময় আমার ঘুরে বেড়ানো আর সেই গল্পগুলো লিপিবদ্ধ করে রাখা এই ডায়েরীতে। আমার এই লেখাগুলো বিভিন্ন সময়, বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং ব্যক্তিগত ডায়েরীতে লেখা ছিল; সেগুলো সব একত্রে সংরক্ষণ করে রাখার নিমিত্তেই এই ব্লগ। যদি আপনাদের কারো এই লেখাগুলো কোন কাজে লাগে তবে আমার পরিশ্রম কিছুটা হলেও সার্থক হবে।

পোস্ট সংরক্ষণাগার

যোগাযোগ ফর্ম

প্রেরণ