"তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
তুমি যদি গতি হও
আমি হব অনন্ত পথ।
আমার চাতক চোখে
তুমি হবে দূরের আকাশ
তুমি লাজ রাঙ্গা গোধূলী
হলে
আমি হব সন্ধ্যা কবি
আবীর রং এ রাখবো তুলে
তোমার লাজুক হাসি
তুমি যদি নদী হও
আমি হব জেগে থাকা চর
যদি
তুমি সাগর নুরি হও
আমি হব ঝিনুক সৈকত
যদি তুমি রাতের আঁধার হও
আমি হব প্রভাত পাঞ্জেরী।"
"একাকী মন আজ নীরবে
বিবাগী তোমার অনুভবে
ফেরারী প্রেম খোঁজে ঠিকানা
আকাশে মেঘ মানে বোঝো কিনা
বিরহ নীলে নীলে বাঁধে বাসা অজানা
ব্যথায় অধরা তারাগুলো কাঁদে
বেদনায় খেয়ালী তুমি কোথায়।"
ধীর পায়েতে এক্কা-দোক্কা খেলে
বন পাহাড়ি ঝর্ণা খুঁজে
বৃষ্টি জলে একলা ভিজে
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে
আমি তো বেশ ছিলাম চুপিসারে
ছোট্ট মেয়ে সে যে একটা কোণে
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে..."
"দখিনা হাওয়া ঐ তোমার চুলেছুঁয়ে ছুঁয়ে যায় এলোমেলো করে
কয়েকটি চুলে ঢেকে যায়
তোমার একটি চোখ
আমি ভুলে যাই তুমি আমার নও
একাকী নীরবে এগিয়ে পিছিয়ে
চেয়েছি কত বলতে
খুঁজেতো পাইনি না বলা কথাটি
হারানো দিনের গল্পে
আমি ভুলে যাই,
আমি হেরে যাই
আমি ভুলে যাই তুমি আমার নও
তুমি আমার নও, তুমি আমার নও।"
"শোন ও প্রিয়া কত যতনে একেছি যে তোমায়
আমার এই মনে
কি জাদু তোমার প্রেমে
কি জাদু তোমার চোখে
নিরবে এসে দিয়েছ দোলা
মৃদু হাওয়ার মত আমার এই মনে
কি জাদু তোমার প্রেমে
কি জাদু তোমার চোখে।"
"কখনো ইচ্ছে হয় সারাটি বেলাভেজাব এই দুটি মন ঐ নীল জোছনায়,
নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি
কেটে যাবে অনন্ত কাল হৃদয় মোহনায়।
আবেগ জড়ানো রংঙ্গীন সুতোয় গাথা
মাঝে মাঝে একটু দুটো কথা ..."
"সেই তুমি কেন এত অচেনা হলেসেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি
ও বুকের সব কষ্ট দু'হাতে সরিয়ে
চল বদলে যাই...
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়..."
আমার শুন্য মনে সুখ ছড়াবে?
এমন করে কি তবে ভেবেছ আগে?
ভালবাসা দিয়ে শুধু ভুল ভাঙ্গাবে..."
"হৃদয়... কাদা মাটির কোন মূর্তি নয়
আঘাত দিলেই ভেঙে যাবে
মন...
উড়ন্ত কোন বেলুন নয়
হুল ফোটালেই চুপসে যাবে।
শুকনো মাঠে ফুল ফোটানো সারাবেলার খেলা
শূন্যতার মাঝে গড়ি
বীনিসূতোর মালা
বুকের মাঝে ভালোবাসা
থাকবে জীবনময়।"
"প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায় হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা।
তুমি চেয়ে আছ তাই,
আমি পথে হেটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।
রোদ উঠে গেছে তোমাদের নগরীতে
আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়,
আনন্দ হাসিমুখ, চেনা চেনা সবখানে
এরই মাঝে চল মোরা হারিয়ে যাই।"
"তুমি আকাশের বুকে বিশালতার উপমা তুমি আমার চোখতে সরলতার প্রতিমা
আমি তোমাকে গড়ি ভেঙ্গে চুড়ে শতবার
রয়েছো তুমি বহুদুরে আমাকে রেখে ছলনায়
এ হৃদয় ভেঙ্গে গেলে জানো কি তা
লাগে না লাগে না জোড়া
লাগে না লাগে না জোড়া..."
"একদিন ঘুম ভেঙ্গে দেখি সুখের সমদ্র শুকিয়ে গেছে
জীবনের কল্পনা নিস্প্রান দেহ হয়ে
শুকনো বালুর বুকে পড়ে আছে।
নীল নেই আকাশে নেই কোন নীল
ভাসে না চোখে আর আলো ঝিলমিল
শুভ্র মেঘগুলি কালো শাড়ি পড়ে
উড়ায় বিষাদের আচল।
সূর্যটা যেন আজ আড়ালে লুকিয়ে
থেকে থেকে দেয় উকি।
একদিন ঘুম ভেঙ্গে দেখি..."
"মন শুধু মন ছুঁয়েছে ও সেতো মুখ খুলেনি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি...
চোখের দৃষ্টি যেন
মনের গীতি কবিতা
বুকের ভালোবাসা
যেথায় রয়েছে গাঁথা
আমিতো সেই কবিতা পড়েছি
মনে মনে সুর দিয়েছি
কেউ জানে নি…
মন শুধু মন ছুঁয়েছে..."
"কে প্রথম কাছে এসেছি? কে প্রথম চেয়ে দেখেছি?
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি?
তুমি? না আমি?
ডেকেছি কে আগে?
কে দিয়েছে সারা?
কার আনুরাগে, কে গো দিশাহারা...."
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।
হাজার ফুলে ছেয়েছে যে পথ
আমি চিনি চিনি সে ঠিকানা
তোমার মনের নীরব ভাষা
সেও তো আমার আছে জানা।
আমিতো চাইনা তোমার এ দ্বিধা
ভেঙ্গে দাও কাঁচেরই বাঁধা
সীমার বাঁধন ছিঁড়ে তুমি
ধরা দাও আমারই কাছে...."
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোর জন্য এনে দেব
মেঘ থেকে বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া
সে হাওয়ার ভেসে যাবে তুমি।
আজ তোমার চোখের কোনে জল
বৃষ্টি অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে আমার পথে পথে।
আমি তোমার জন্য এনে দেব
রোদেলা সে ক্ষণ
পাখিকে করে দেব তোমার আপন জন
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে
আজ তোমার জোছনা হারায় আলোয়
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন বিষাদ করে ভর
আমি তোমার জন্য এনে দেব
অঝর শ্রাবন
আকাশ ছোয়া জলে জোছনা
পরী তুমি ভাসবে মেঘের ভাঁজে।"
আমায় দেরে দে ছাড়িয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি,
হায়রে কান্দে রইয়া রইয়া।
কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়-ফড়াইয়ারে।
দারুন জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে।
আমার এত সাধের মন বধূয়া হায়রে
কি জানি কি করে..."
হৃদয়ের তুলিতে
তোমায় একে যাই
নীল বেদনায়
হৃদয়ের আলোয়
তারার দ্বীপ জ্বেলে
জেগে রয়েছি
তোমার ই দুচোখে
যত দুরে রয়ে যাও
আমার ই হয়ে রও
তোমার ই জগতে
তোমার ই হাসিতে
কত বৃষ্টি ঝরে যায়
হৃদয়ের আঙ্গিনায়
সঙ্গীহীনতায়..."
"তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালবাসা?
দেবে কি কেউ জীবনে
উষ্ণতার সত্য আশা?
ভালবাসার আগে নিজেকে নিও বাজিয়ে,
আমার মনের মত নিও সাজিয়ে।
আমি বড় অসহায় অন্যপথে
একটি নাটকই দেখি, মহাকালের মঞ্চে....""দিন গেল তোমার পথ চাহিয়া মন পোড়ে সখি গো কার লাগিয়া
সহে না যাতনা তোমারো আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
দিন গেল তোমার পথ চাহিয়া।
যার লাগি তরী বেয়ে যাই
জীবন গতি সেই জনা কি রেখেছে খবর
কার তরে গান গেয়ে যাই
অচেনা সুরে
বুঝি না কেবা আপন কে বা পর..."
"মনে কর যদি সব ছেড়ে হায় চলে যেতে হয় কখনো আমায়
মনে রবে কি রজনী ভরে
নয়ন দুটি ঘুমে জড়াতে
নিশি রাতে কে গান শুনাতো?
তোমারি পথে ফুল ছড়ায়ে
কাঁটাগুলি কে দিতো সরায়ে।
হৃদয় ভরা মাধুরী নিয়ে
সাথে থেকে কে আশা জাগাতো।
মনে কর যদি সব ছেড়ে হায়..."
বাংলাদেশের সমুদ্র সৈকত নিয়ে আমার কিছু পোস্টঃ
- বাংলাদেশের ডজন দেড়েক সমুদ্র সৈকত (মেগা পোস্ট)
- চার চর আর তিন সৈকত - এ লাইফ টাইম মেমরেব্ল জার্নি
- আকাশের নীলে, সাগরের নীলে, হৃদয়ের তুলিতে ( এ ট্রিপ টু সেইন্টমার্টিন আইল্যান্ড উইথ ভ্রমণ বংলাদেশ)
- সোনার চরের সোনার কোল জুড়ে
- চক্ষে আমার দারুচিনি দ্বীপ - ফটো ব্লগ (একটি মোবাইলীয় পোস্ট)
- পারকি’র প্রেমে
- স্বপ্নের সৈকতে এঁকে যাই পদচিহ্ন (প্রথম কিস্তি)
- স্বপ্নের সৈকতে এঁকে যাই পদচিহ্ন (দ্বিতীয় কিস্তি)
- তারুয়া সৈকতের বালুকাবেলায়
- লাল কাঁকড়ার দেশে