হাবড়া জমিদার বাড়ীর আঙ্গিনায় (বাংলার জমিদার বাড়ী - পর্ব ১৯)


মাস তিনেক আগে দিনাজপুর ভ্রমণের আগে একটু খোঁজাখুঁজি করে প্রথম এই জমিদার বাড়ীটির নাম জানতে পারি, হাবড়া জমিদার বাড়ী। ‘হাবড়া’ নামটি শুনলেই মনে পরে বেনাপোল পেড়িয়ে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার সময় ত্রিশ কিলোমিটার পথ পাড়ি দিলেই এসে যায় যে লোকালয় তার নাম ‘হাবড়া’। অনেকে আবার ‘হাওড়া’ ভেবে ভূল করেন না যেন। যাই হোক, দিনাজপুরে ‘হাবড়া জমিদার বাড়ী’ শুনে একটু খটকা ছিল মনে, অবাকও হলাম। যাই হোক, দিনাজপুর পৌঁছে পার্বতীপুর-ফুলবাড়ী রোড ধরে গিয়ে অনেক কষ্টে খুঁজে পেলাম কাঙ্ক্ষিত সেই জমিদার বাড়ী। কিন্তু পেয়ে আনন্দিত হলাম না, হতে হল বেজায়।

মূলত এটা রাণী রাশমনি’র কাচারি বাড়ী নামেই পরিচিত। কলকাতার সেই হাবড়ার সাথে এই হাবড়ার কোন মিল আছে কি না, জানি না। তবে দিনাজপুরের হাবড়া কিন্তু প্রাচীনতম জনপদ। মন্টোগোমারি মার্টিনের ইস্টার্ন ইন্ডিয়া (প্রকাশকাল, লন্ডন ১৮৩৬) গ্রন্থের বিবরণ, কবি জামাল উদ্দিনের প্রেমরত্ন কাব্য (১২৩০ বঙ্গাব্দে প্রকাশিত) সর্বোপরি পুরনো দলিল দস্তাবেজে হাবড়া থানার পরিচয় মেলে। আছে তার মানে আজ থেকে দুইশত বছরের বেশী সময় আগেও হাবড়া ছিল উন্নত জনপদের একটি। দিনাজপুরের সমৃদ্ধ ইতিহাসের মত হাবড়ার ইতিহাসও সমৃদ্ধ ছিল নিঃসন্দেহে। ধারনা করা হয়, ১২২১ বঙ্গাব্দের দিকে অর্ধ বঙ্গেশ্বরী নামে খ্যাত রাণী রাশমনি এখানে বিশাল জমিদারী’র পত্তন করেন। রাণী রাশমনি এবং তার জমিদারী নিয়ে আরও বেশ কিছু তথ্য হাতে পাব আগামীতে, সময়ের অভাবে সেগুলো যোগাড় করতে পারছি না। ইচ্ছে আছে, ভবিষ্যতে যদি কখনো এই জমিদার বাড়ী সিরিজটি বই আকারে প্রকাশিত হয়, তবে সেগুলো সংযুক্ত করার। তবে, আমার ধারণা, রাণী রাশমনি’র পূর্বপুরুষ কোন না কোন ভাবে পশ্চিমবঙ্গের হাবড়ার সাথে সম্পর্কিত ছিলেন। হয়ত সেখান থেকে এসে এখানে ব্যবসা করে জাঁকিয়ে বসেন, এবং অন্যান্য জমিদারদের মত দিনাজপুরের এই অঞ্চলে জমিদারী প্রতিষ্ঠিত করেন। 

এই জমিদার বাড়ী কাচারি বাড়ী নামে পরিচিত বিধায়, আরেকটি সম্ভাবনা থেকে যায় যে, হয়ত জমিদারী এখানে পত্তন হয় নাই, পাশের কোন এলাকায় ছিল মূল জমিদার বংশ, তাদের কোন একজন রাণী রাশমনি এখানে এসে কাচারি স্থাপন করেন। দিনাজপুরের রাজবাড়ী’র কল্যাণে অনেকেরই সেই সময় ভাগ্য সুপ্রসন্ন হয়েছিল, আর সেখান থেকে তারা চারিদিকে ভিন্ন ভিন্ন অঞ্চলে জমিদারী স্থাপন করেছিলেন। এই রাণী রাশমনি হয়ত তাদেরই একজন।

যাই হোক এখন আর মূল কাচারী ঘরটি নেই। কিছুদিন আগেও প্রাচীর সিমানা ছিল, বছর কয়েক হল সব ভেঙ্গে গুড়িয়ে দিয়ে সেখানে টিনের ছাউনি আর ইটের দেয়াল দিয়ে টানা গুদামঘর তৈরি হয়েছে। বাইরের দিকে থাকা ফটক ভেঙ্গে ফেলে সেখানে নতুন ফটক উঠেছে একটি, তার ভেতরের সীমানায় একটি স্কুল আছে। রাস্তার পাশে পুকুর, অপর পারে ঘাট। ঘাটের পেছনে রয়েছে একটি মন্দির, স্থানীয়দের কাছে তা রাঁধা-গোবিন্দ মন্দির নামে পরিচিত। আর তার সম্মুকে ঘাট এর সামনে রয়েছে একটি রাশবেদী এবং ছোট্ট একটি শিব মন্দির। মূল মন্দিরেরও পেছনে রয়েছে জমিদারদের শশ্মান, সেখানে দেখলাম দুটি স্মৃতি ফলক। নানান ধ্বংসস্তুপ আর জঞ্জালের আড়ালে ঢেকে গেছে। ঘাটের ডানদিকে অদূরেই রয়েছে আরেকটি মন্দির, দুর্গা মন্দির। পুকুরের অপর পাশে রাস্তার ওপারে মূল কাচারি বাড়ির লাগোয়া ছিল বাগান, কর্মচারীদের আবাস, কবরেজ খানা সহ আরও নানান কুঠি। আজ সেগুলোর প্রায় কোনটাই নেই। এখানে জমিদার বাড়ী ছিল কি না, সেটা গবেষণা সাপেক্ষ হলেও রাণী রাশমনি’র কাচারী বাড়ি নিয়ে অকাট্য প্রামাণ্য বহু দলিল রয়েছে। 



জমিদার বাড়ি নিয়ে ধারাবাহিক লেখা শুরু করার পর এই বিষয় নিয়ে অল্পবিস্তর ঘাঁটাঘাঁটি করে দুঃখ হয়, কিভাবে অবহেলায় এসব নিদর্শন হারিয়ে যাচ্ছে। উন্নতবিশ্বে যে সকল স্থাপনা হেরিটেজ হিসেবে সংরক্ষিত হয়, আমাদের দেশে সেইসকল স্থাপনা পড়ে থাকে অবহেলায়, ক্ষয়ে যায় অস্থি-মজ্জা সকল, ঘুণে ধরে বিচূর্ণ হয় ইতিহাসের পাতা। অপূর্ব সকল স্থাপনা আর নির্মাণশৈলী নিয়ে আমাদের বাংলাদেশের আনাচে কানাচেতে পড়ে আছে অসংখ্য জমিদার বাড়ি, রাজবাড়ীসহ আরও কত স্থাপনা। আর এই সব স্থাপনার কিছু কথা এই বোকা মানুষটার ছেঁড়া খাতায় লিখে রাখার প্রয়াস হল এই “বাংলার জমিদার বাড়ী” সিরিজ।

মন্তব্যসমূহ

Translate

বোকা পর্যটকের কথা

মানুষ যেমন হঠাৎ করেই কারো প্রেমে পড়ে, ঠিক তেমনই করে আমিও প্রেমে পড়েছি ভ্রমণের। আজব এক নেশায় নেশাগ্রস্থ, কবে থেকে জানি না। তবে নিজের আর্থ-সামাজিক অবস্থানে লড়াই করে টিকে থাকার পর ভ্রমণে মনঃসংযোগ করতে উদ্যত হই। সেই থেকে যখনই সময়-সুযোগ হয় বেড়িয়ে পড়ি ঘর হতে, ভ্রমণের তরে। মজার ব্যাপার হল, আমি সাইক্লিস্ট নই, সাঁতার কাটতে পারি না, না পারি ট্র্যাকিং, হাইকিং, ক্লাইম্বিং। কোন ধরণের এডভেঞ্চারধর্মী কোন গুণই আমার নেই, শুধু আছে ভ্রমণের শখ আর অদম্য ইচ্ছাটুকু। আর সেই ইচ্ছা থেকেই সময় সময় আমার ঘুরে বেড়ানো আর সেই গল্পগুলো লিপিবদ্ধ করে রাখা এই ডায়েরীতে। আমার এই লেখাগুলো বিভিন্ন সময়, বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং ব্যক্তিগত ডায়েরীতে লেখা ছিল; সেগুলো সব একত্রে সংরক্ষণ করে রাখার নিমিত্তেই এই ব্লগ। যদি আপনাদের কারো এই লেখাগুলো কোন কাজে লাগে তবে আমার পরিশ্রম কিছুটা হলেও সার্থক হবে।

পোস্ট সংরক্ষণাগার

যোগাযোগ ফর্ম

প্রেরণ