জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মৃতি-বিজড়িত কাজীর শিমলা ভ্রমণ

#

গল্পের ছবিসকল

  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
  • কাজীর শিমলা ভ্রমণ ২০১৩
গত বছর শেরপুর-জামালপুর এর গজনী-মধুটিলা ভ্রমণের সময় আমরা ময়মনসিংহ দিয়ে যাওয়ার সময় গিয়েছিলাম ত্রিশালের কাজীর শিমলাস্থ জাতীয় কবি কাজী নজরুল এর স্মৃতি বিজড়িত ‘নজরুল সংগ্রহশালা’ দেখতে। আমরা মোট আঠারো জনের দল ভ্রমণ বাংলাদেশ'র আয়োজনে গত এপ্রিল মাসে দুই দিনের জন্য বেড়িয়ে পড়েছিলাম ময়মনসিংহ-শেরপুর’এর উদ্দেশ্যে, লক্ষ্যস্থল গজনী, মধুটিলা, লাউচাপড়া ঘুরে বেড়ানো। সকাল থেকে মুষলধারায় বৃষ্টি ঝরছিল বাইরের দিকে, আর আমরা চৌদ্দজন ভ্রমণচারী একটি ছোট্ট মাইক্রবাসের কাঁচে ঘেরা বক্সে করে চলতে লাগলাম ময়মনসিংহ’র দিকে। টঙ্গি পেরুনোর সময় ঘণ্টা দেড়েক আটকে রইলাম অনাকাঙ্ক্ষিত জ্যামে। তখনো সকালের নাশতা করা হয় নাই কারো, সাথে করে আনা পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী ‘বাকরখানি’ রুটি চিবুতে শুরু করলাম গাড়ীতে বসে বসে। সকাল নয়টার দিকে আমরা যাত্রা বিরতি করলাম রাস্তার ধারের এক রেস্টুরেন্টে সকালের নাশতা সেরে নিতে। রাস্তায় শুধু গাড়ী আর গাড়ী, জ্যামে বসে থেকে থেকে বোর হওয়া ছাড়া আর কি করার। কেউ কেউ হেডফোন কানে গুঁজে দিয়ে গান শুনতে ব্যাস্ত হয়ে পড়ল, কেউ জুড়ে দিল রাজনৈতিক আলোচনা। দীর্ঘ ছয় ঘণ্টা জার্নি শেষে আমরা পৌঁছলাম ময়মনসিংহ, এখানে নজরুল স্মৃতি সংগ্রহশালা দেখা, কিছুটা যাত্রা বিরতি সাথে দুপুরের লাঞ্চ সেরে নেওয়া। 
ত্রিশালের লোক কাজী রফিজ দারোগা। ১৯১৪ সালের দিকে তিনি যখন ভারতের আসানসোলে যান, দেখা পান কিশোর নজরুলের। রুটির দোকানে কাজ করার পাশাপাশি নজরুলের কাব্য এবং গীতি প্রতিভা দেখে অভিভূত হন রফিজ দারোগা। নজরুলকে প্রস্তাব দেন তার সাথে ত্রিশালে চলে আসার, নজরুল রাজী হয়ে যান। ফলে ১৯১৪ সালে প্রথমবারের মত বাংলাদেশের মাটিতে পা পরে জাতীয় কবির। দারোগা রফিজের নিজ গ্রাম ত্রিশালে নিয়ে এসে তিনি কবি নজরুলকে ভর্তি করে দেন ত্রিশাল উপজেলা সদরের দরিরামপুর একাডেমি স্কুলের সপ্তম শ্রেণীতে। ত্রিশাল থেকে বর্ষায় স্কুলে যাতায়াতে অসুবিধা হওয়ার দরুন কবি কাজী নজরুল ইসলাম জায়গীর ছিলেন ত্রিশাল ত্রিশাল উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে নামাপাড়া গ্রামের বিচুতিয়া বেপারীর বাড়িতে। ময়মনসিংহে বছরখানেকের বেশী স্থায়ী ছিলনা জাতীয় কবির সেই যাত্রায় বাংলাদেশে বসবাস। পরের বছরই কবি ফিরে যান আসানসোল। 
কবি নজরুলের সেই বাল্য স্মৃতিকে ধরে রাখতে এ গ্রামেরই বটতলা নামক স্থানে স্থানীয় জনগণের দান করা জমিসহ ২৫ একর জমিতে প্রতিষ্ঠা করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজী ভাষা ও সাহিত্য, সঙ্গীত, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল এ চারটি বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু করে। পরে পাঁচটি অনুষদের আওতায় ব্যবসায় প্রশাসন, সামাজিক বিজ্ঞানসহ বাংলাদেশের সমৃদ্ধ লোকসাহিত্য, লোক সংস্কৃতির উন্নয়ন ও গবেষণারও উদ্যোগ নেয়া হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগে সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পড়ালেখা করার সুযোগ পাচ্ছে। 
নজরুলের শেকড় নামাপাড়া গ্রামের বিচুতিয়া বেপারী বাড়ির আঙিনায় প্রতিষ্ঠা করা হয়েছে নজরুল স্মৃতিকেন্দ্র ও নজরুল আর্কাইভ। বিচুতিয়া বেপারীর যে ঘরে নজরুল থাকতেন সেই শোবার ঘরটির ভিটি পাকা করে করা হয়েছে নজরুল আর্কাইভ। তৃতীয়তলার স্মৃতিকেন্দ্রের নিচতলায় রয়েছে ২০০ আসনের অডিটরিয়াম, দ্বিতীয়তলায় অফিস ও তৃতীয়তলায় জাদুঘর-কাম-পাঠাগার। 
নজরুলের বাল্য স্মৃতিবিজড়িত কাজীর শিমলা গ্রামের দারোগা রফিজউল্লাহর বাড়িতে করা হয়েছে কবি নজরুল স্মৃতি কেন্দ্র ও পাঠাগার। দোতলার এ ভবনের নিচতলায় রয়েছে সেমিনার কক্ষ। দোতলায় রয়েছে রিডিংরুম-কাম-রেস্ট হাউস। নজরুলের দুর্লভ সব ছবি, নজরুল সংগ্রহ, কিছু বই ও একটি পুরনো খাট রযেছে এখানে। ভবনের সামনের পুকুরটি সংস্কার করে পাকা করা হয়েছে এর ঘাট। স্মৃতিকেন্দ্রটি প্রতিষ্ঠার পর থেকে ভারত শ্রীলঙ্কা দুবাই ও অস্ট্রেলিয়াসহ দেশ বিদেশের নানা স্থানে নজরুল প্রেমিক ভক্ত অনুরাগী ও গবেষকরা আসছেন নজরুলের শেকড় অনুসন্ধানে।
সেই ভ্রমণের সময় নজরুল সংগ্রহশালায় আমার তোলা কিছু ছবি রইলো ইমেজ স্লাইডারে...
 

ভ্রমণকালঃ ২৩ মে, ২০১৩

Translate

বোকা পর্যটকের কথা

মানুষ যেমন হঠাৎ করেই কারো প্রেমে পড়ে, ঠিক তেমনই করে আমিও প্রেমে পড়েছি ভ্রমণের। আজব এক নেশায় নেশাগ্রস্থ, কবে থেকে জানি না। তবে নিজের আর্থ-সামাজিক অবস্থানে লড়াই করে টিকে থাকার পর ভ্রমণে মনঃসংযোগ করতে উদ্যত হই। সেই থেকে যখনই সময়-সুযোগ হয় বেড়িয়ে পড়ি ঘর হতে, ভ্রমণের তরে। মজার ব্যাপার হল, আমি সাইক্লিস্ট নই, সাঁতার কাটতে পারি না, না পারি ট্র্যাকিং, হাইকিং, ক্লাইম্বিং। কোন ধরণের এডভেঞ্চারধর্মী কোন গুণই আমার নেই, শুধু আছে ভ্রমণের শখ আর অদম্য ইচ্ছাটুকু। আর সেই ইচ্ছা থেকেই সময় সময় আমার ঘুরে বেড়ানো আর সেই গল্পগুলো লিপিবদ্ধ করে রাখা এই ডায়েরীতে। আমার এই লেখাগুলো বিভিন্ন সময়, বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং ব্যক্তিগত ডায়েরীতে লেখা ছিল; সেগুলো সব একত্রে সংরক্ষণ করে রাখার নিমিত্তেই এই ব্লগ। যদি আপনাদের কারো এই লেখাগুলো কোন কাজে লাগে তবে আমার পরিশ্রম কিছুটা হলেও সার্থক হবে।

পোস্ট সংরক্ষণাগার

যোগাযোগ ফর্ম

প্রেরণ