কালের সাক্ষী - শ্রীফলতলী জমিদার বাড়ী - "বাংলার জমিদার বাড়ীঃ পর্ব ১২"

কালের সাক্ষী - শ্রীফলতলী জমিদার বাড়ী - 'বাংলার জমিদার বাড়ীঃ পর্ব ১২'

গল্পের ছবিসকল

  • শ্রীফলতলী জমিদার বাড়ী
  • শ্রীফলতলী জমিদার বাড়ী
  • শ্রীফলতলী জমিদার বাড়ী
  • শ্রীফলতলী জমিদার বাড়ী
  • শ্রীফলতলী জমিদার বাড়ী
  • শ্রীফলতলী জমিদার বাড়ী
  • শ্রীফলতলী জমিদার বাড়ী
  • শ্রীফলতলী জমিদার বাড়ীতে প্রথমবার বোকা পর্যটক
গন্তব্য ছিল বলিয়াদী জমিদার বাড়ী, আমার গাইড কাম রিকশাচালক বলল সামনে যাওয়ার পথে আরেকটা জমিদার বাড়ী আছে, নাম ছিবলতলী জমিদার বাড়ী। আমি একটু সন্দিহান হলাম, এমন নামে কোন জমিদার বাড়ী’র কথাতো আগে শুনি নাই। জমিদার বাড়ীর খোঁজে গিয়ে অনেক জায়গায় এমন অনেক পুরাতন ভবনের দেখা পেয়েছি যা আসলেই অবাক করার মত, কিন্তু কোন জমিদার বাড়ী নয়। আবার এমনও হয়েছে নব্য নির্মিত পাঁচতলা ভবন এর সামনে নিয়ে গিয়েছে জমিদার বাড়ী বলে। ঘটনা হল ঐ বাড়ীর মালিক হয়ত অত্র এলাকার সবচেয়ে ধনী মানুষ, স্থানীয়দের কাছে যা জমিদারের সমতুল্য। আসলেই তো, সে ঐ এলাকার জমিদার, তবে নব্য জমিদার। যাই হোক আমি তাকে বললাম চলেন তাহলে, আগে আপনার ছিবলতলী জমিদার বাড়ী দেখে আসি। 
রিকশা গ্রামের পথ ধরে ছুটে চলল, আমি মধ্য দুপুরের ঝিরিঝিরি বাতাসে পাকা ধান ক্ষেতের রূপ তন্ময় হয়ে দেখছিলাম। হঠাৎ রিকশা বাক নিতেই দূরে একটা মসজিদের মিনার চোখে পড়ল, আর সাথে সাথে আমি যেন টাইম মেশিনে করে বছর ছয়েক পেছনে চলে আসলাম। আরে এটাতো চেনা চেনা লাগছে? সামনে যেতেই চিনতে পারলাম। বছর ছয়-সাত আগে এখানে এক আত্মীয়র বিয়ের দাওয়াতে এসেছিলাম, মেয়ে পক্ষের বাসা ছিল এই জমিদার বাড়ীর পেছনে। তখন আমি এখানে অনেক ছবি তুলেছিলাম কিন্তু তখনতো আর জমিদার বাড়ীর খোঁজে ঘুরে বেড়াতাম না। যাই হোক রিকশা থেকে নেমে ঢুঁকে পড়লাম জমিদার বাড়ীর সীমানায়। 
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী গ্রামে এই ‘শ্রীফলতলী জমিদার বাড়ী’ যা স্থানীয় উচ্চারণে হয়ে গেছে ছিবলতলী। বিখ্যাত তালিবাবাদ পরগণার নয় আনা অংশের মালিকানা নিয়ে গঠিত হয় শ্রীফলতলী জমিদার এস্টেট। এই এস্টেটের প্রধান কর্ণধার খোদা নেওয়াজ খানের কনিষ্ঠ পুত্র রহিম নেওয়াজ খান চৌধুরী’র হাত ধরে এই শ্রীফলতলী জমিদার বাড়ীর গোড়াপত্তন ঘটে। জমিদারী পরিচালনায় তিনি তার নিজের কাচারি বাড়ীর পাশাপাশি আধারিয়া বাড়ীর বাগানবাড়ীকে অফিস হিসেবে ব্যবহার করতেন। তার জমিদারীর পরিসীমা ময়মনসিংহ, নরসিংদি ও সাটুরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। তার ঐকান্তিক প্রচেষ্টায়ই আজ থেকে প্রায় ১০০ বছর পূর্বে তালিবাবাদ পরগনা সাভার হতে পৃথক হয়ে ‘কালিয়াকৈর’ নামে নতুন থানা হিসেবে পরিচিতি পায়। ন্যায়বিচার প্রতিষ্ঠায়, সমাজসেবা ও দানশিলতায় তিনি সমসাময়িক অন্যান্য জমিদারদের তুলনায় অগ্রগামী ছিলেন। ৩০শে বৈশাখ ১৩২০ বঙ্গাব্দে এই জমিদার ইন্তেকাল করেন। 
উচু পাঁচিল ঘেরা অংশে মূল জমিদার বাড়ীর একাংশ, যা কেয়ারটেকার দিয়ে সংরক্ষণ করা আছে। আমি যখন সেখানে পৌঁছই তখন সেখানে কোন নাটকের শুটিং চলছিল, দারোয়ানকে আমার আগমনের উদ্দেশ্য বুঝিয়ে বলে অনুরোধ করলাম ভেতরে ঢুকতে দিতে। সে সুযোগ করে দিতে ভেতর ঢুঁকে কিছু তথ্য-উপাত্ত আর কয়েকটা ছবি তুলে বের হয়ে আসলাম, মূল ভবনের ভেতরের কোন ছবি তুলতে পারি নাই। 
অন্য পাশের উন্মুক্ত আরেকটি ভবন ছিল, সেখানে গেলাম। আগেরবার এই ভবনটি অনেক জীর্ণ ছিল, সেই ছয় বছর আগে। জমিদার বাড়ি নিয়ে ধারাবাহিক লেখা শুরু করার পর এই বিষয় নিয়ে অল্পবিস্তর ঘাঁটাঘাঁটি করতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল। উন্নতবিশ্বে যে সকল স্থাপনা হেরিটেজ হিসেবে সংরক্ষিত হয়, আমাদের দেশে সেইসকল স্থাপনা পড়ে থাকে অবহেলায়, ক্ষয়ে যায় অস্থি-মজ্জা সকল, ঘুণে ধরে বিচূর্ণ হয় ইতিহাসের পাতা। অপূর্ব সকল স্থাপনা আর নির্মাণশৈলী নিয়ে আমাদের বাংলাদেশের আনাচে কানাচেতে পড়ে আছে অসংখ্য জমিদার বাড়ি, রাজবাড়ীসহ আরও কত স্থাপনা। আর এই সব স্থাপনার কিছু কথা এই বোকা মানুষটার ছেঁড়া খাতায় লিখে রাখার প্রয়াস হল এই “বাংলার জমিদার বাড়ী” সিরিজ। 
এখন কিছু সংস্কার কাজ করা হয়েছে। কয়েক জায়গায় নতুন প্লাস্টার চোখে পড়ল। অন্যান্য জমিদার বাড়ীর চাইতে এই শ্রীফল জমিদার বাড়ীর ভবন এর ডিজাইন এবং আনুসাঙ্গিক জিনিসগুলো আমার কাছে ব্যাতিক্রম এবং আকর্ষণীয় মনে হয়েছে। সেই জমিদার বাড়ীর সামনে দাঁড়িয়ে কেন জানি মনে হয়েছে ঐ ব্যালকনিতে দাঁড়িয়ে যদি আমি এক কাপ চা হাতে বর্ষণমুখর কোন বিকেলবেলায় দাঁড়িয়ে থাকতাম, আজ থেকে পঞ্চাশ অথবা ষাট বছর আগে... 
যারা এই জমিদার বাড়ী ভ্রমনে যেতে চান তাদের জন্য বলছি, দেশের যে কোন প্রান্ত থেকে আপনি গাজীপুর, কালিয়াকৈর বাস স্ট্যান্ড এ এসে যে কোন রিকশাচালককে বলুন ছিবলতলী যাবেন। সেখানে গিয়ে যে কাউকে বললেই আপনাকে ছিবলতলী জমিদার বাড়ী দেখিয়ে দেবে।

ভ্রমণকালঃ ০৮ মে, ২০১৪

আগের পর্ব পরের পর্ব

Translate

বোকা পর্যটকের কথা

মানুষ যেমন হঠাৎ করেই কারো প্রেমে পড়ে, ঠিক তেমনই করে আমিও প্রেমে পড়েছি ভ্রমণের। আজব এক নেশায় নেশাগ্রস্থ, কবে থেকে জানি না। তবে নিজের আর্থ-সামাজিক অবস্থানে লড়াই করে টিকে থাকার পর ভ্রমণে মনঃসংযোগ করতে উদ্যত হই। সেই থেকে যখনই সময়-সুযোগ হয় বেড়িয়ে পড়ি ঘর হতে, ভ্রমণের তরে। মজার ব্যাপার হল, আমি সাইক্লিস্ট নই, সাঁতার কাটতে পারি না, না পারি ট্র্যাকিং, হাইকিং, ক্লাইম্বিং। কোন ধরণের এডভেঞ্চারধর্মী কোন গুণই আমার নেই, শুধু আছে ভ্রমণের শখ আর অদম্য ইচ্ছাটুকু। আর সেই ইচ্ছা থেকেই সময় সময় আমার ঘুরে বেড়ানো আর সেই গল্পগুলো লিপিবদ্ধ করে রাখা এই ডায়েরীতে। আমার এই লেখাগুলো বিভিন্ন সময়, বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং ব্যক্তিগত ডায়েরীতে লেখা ছিল; সেগুলো সব একত্রে সংরক্ষণ করে রাখার নিমিত্তেই এই ব্লগ। যদি আপনাদের কারো এই লেখাগুলো কোন কাজে লাগে তবে আমার পরিশ্রম কিছুটা হলেও সার্থক হবে।

পোস্ট সংরক্ষণাগার

যোগাযোগ ফর্ম

প্রেরণ